Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
ইতিবাচক সারা দিয়ে দিনের শুরু নিফটির। আজ ১৬৬৬১.৪০ এর ঘরে বন্ধ হয় সূচক। তবে দিনের চার্ট দেখলে বোঝা যাবে এক দীর্ঘ মেয়াদি চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলো সূচক নিফটি ফিফটি ,যা এক ধাপে ৩০৮.৯৫ পয়েন্ট এক দিনে বেড়ে যাই সুককে , এর পরই ১৬,৭৫০ এর দিকে তাকিয়ে পুলআপ এর কাছে দাঁড়িয়ে আছে সূচকের অবস্থান সে ক্ষেত্রে নিকট প্রতিরোধ জোন ১৬৭১৭ । অন্যদিকে বি এস ই সেনসেক্স ১,০৪১ পয়েন্ট বেড়ে দাড়ায় ৫৫৯২৫.৭৪ অঙ্কে।
শুরুতেই নিফটি ১৬ ,৫২৮ এর একটি গ্যাপ-আপ ওপেনিং হয় এবং ১৬ ,৬৯৫ পর্যন্ত উঠেছিল, যা আজ ইন্ট্রাডে সর্বোচ্চ, ৩০৯ পয়েন্ট বা ১ .৯ শতাংশ বেড়ে ১৬ ,৬৬১ -এ বন্ধ হয় সূচক। সূচক তার ২০০ -দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (EMA) এর দিকে নিয়ে যেতে পারে যার মান প্রায় ১৬,৭৫০ রয়েছে । তবে ১৬ ,৭০০ এর নিচে একটি বন্ধে হলে আবারো নিচের দিকে যেতে পারে সূচক। উদ্বায়ীতা সূচক ইন্ডিয়া ভিক্স কে লক্ষ করলে ২০ থেকে ৬ .৯৮ শতাংশ কমে দাঁড়ায় ১৯ .৯৮ যা ইতিবাচক।

সোমবার সূচক উপরের দিকে এগোলে ১৬৭০০ PE কিনতে হবে অপসন ট্রেডের জন্যে সেক্ষত্রে স্টপলস হবে ১২০ লক্ষ হবে ২৪৬। আবার , যদি নিফটি ১৬ ,৭৫০ স্তরের উপরে বন্ধ হয় তবে পরবর্তী লক্ষ্য ১৭ ,১০০ স্তরের কাছাকাছি হবে।
কম দিনের বিনিয়োগের জন্যে নজরে রাখতে হবে HDFC লাইফ লক্ষ ৬৩৪ স্টপ লস ৫৯৬ , টাটা মোটোর্স্ লক্ষ হবে ৫১০, POLYCAB লক্ষ হবে ২৫২৫, হাভেলস লক্ষ ১২৫০ স্টপ লস ১১৭।