কলকাতা ব্যুরো: বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর। শনিবার বিকেলে পুলিশ-দলীয় কর্মীদের হাতাহাতি, ধ্বস্তাধ্বস্তিতে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। যাদবপুর থানার ওসিকে মারধর করার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে মাথা ফেটেছে এক পুলিশ কর্মীর। পালটা বিজেপির মহিলা কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনে একটি লেন বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। যার জেরে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।


বেকারত্ব, এসএসসি দুর্নীতি ইস্যুতে লাগাতার কর্মসূচি নিয়েছে বিজেপি শিবির। কয়েকদিন আগে বেহালায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় মিছিল করে তারা। এদিন ধরনা কর্মসূচিও ছিল। বিকেলেও একই ইস্যুতে যাদবপুরে মহিলাদের নেতৃত্বে মিছিল বের করে বিজেপি। মাঝপথে সেই মিছিল আটকে ট্যাবলো ভাঙার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।


সেলিমপুর জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড হয়ে সুলেখা মোড় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। যার পুরোভাগে ছিলেন মহিলারা। জানা গিয়েছে, প্রতীকী জেলের ট্যাবলো বানিয়েছিল গেরুয়া শিবিরের কর্মীরা। অভিযোগ, সেলিমপুরের কাছে সেই মিছিল আটকে দেওয়া হওয়া হয়। বিজেপির অভিযোগ, পুলিশ ট্যাবলোটি ভেঙে দেয়। এরপরই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।


পুলিশের দাবি, ধ্বস্তাধ্বস্তিতে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। যাদবপুর থানার ওসিকেও মারধর করা হয় বলে অভিযোগ।