কলকাতা ব্যুরো: বৃষ্টি হলেও গরমের তীব্রতা বেড়েই চলেছে বঙ্গে। ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে এখনই স্বস্তির খবর দিচ্ছে না আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে আরও বাড়বে তাপমাত্রা। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু থেকে তিন দিনের মধ্যে কেরলে ঢুকে পড়বে বর্ষা। মৌসুমী বায়ু কেরলের খুব কাছেই দক্ষিণ আরব সাগরে পৌঁছে গিয়েছে। শনিবার কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বেলা যত বাড়বে অস্বস্তি আরও বাড়তে পারে বলে সতর্কতা হাওয়া অফিসের। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।

রাজ্যের সব জেলাতেই সামান্য তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা ২ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিকেলের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।