কলকাতা ব্যুরো: শহরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ। এই ঘটনায় বুধবার কলকাতার চার জায়গায় তল্লাশি অভিযান চালালো ইডি। অভিজিৎ সেন নামে কলকাতার ওই নামী বিল্ডারের অফিস, বাড়ি-সহ মোট চার জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে ৩ জন ইডি আধিকারিক আসেন। পরে আসেন আরও বেশ কয়েকজন। প্রথমে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই রীতিমতো গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন এক আধিকারিক। পরে গেটের বাইরে দাঁড়িয়েই কেয়ারটেকারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর তদন্তে কোনওরকম ভাবেই সাহায্য করছেন না অভিজিৎ সেন। সেই কারনেই এদিনের তল্লাশি অভিযান।
জানা গিয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের ১৩৩নং বাড়ি, যোধপুর পার্কের ৩৬২নং বাড়ি, সাউথ সিটি আবাসনের ২নং টাওয়ারের ৩৪জি নম্বর ফ্ল্যাট এবং যোধপুর পার্কের ১৭ নং বাড়ির অফিসে বুধবার সকালে তল্লাশি অভিযান চালান আধিকারিকরা ৷ ইডি সূত্রে খবর, অভিজিতা কনস্ট্রাকশন নামের একটি সংস্থার মালিক অভিজিৎ সেন ৷ ঝাড়খণ্ডের রাঁচিতে অফিস ছিল এই ব্যক্তির ৷ এছাড়াও কলকাতার যোধপুর পার্কে রয়েছে ব্রাঞ্চ অফিস।
প্রসঙ্গত, কয়েকশো কোটি টাকার আর্থিক তছরুপের ঘটনায় কিছুদিন আগেই এই ব্যক্তির নাম উঠে আসে ইডি’র তদন্তে ৷ সেই সূত্র ধরেই কলকাতার চার জায়গায় আজ তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷