কলকাতা ব্যুরো: একাধিক কর্মসূচি নিয়ে বুধবারই অসম পৌঁছলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ গুয়াহাটিতে দলের রাজ্য দপ্তরের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও একাধিক কর্মসূচিতে যোগদান করবেন। তবে এদিন প্রথমেই কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে কর্মসূচী শুরু করলেন অভিষেক। জানা যাচ্ছে, দলের সংগঠন বাড়াতেই আজকের এই অসম সফর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
পশ্চিমবঙ্গের মতো অসমেও পঞ্চায়েত নির্বাচন রয়েছে আগামী বছর। এই এক বছরের মধ্যেই অসমে দলকে শক্তিশালী করে নিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আগামী লোকসভা নির্বাচনে অসম থেকে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, অসমে দলের সংগঠন বিস্তারের কাজ ভালো হলে প্রতিবেশী রাজ্য মেঘালয়ে তার একটা বড় রকম প্রভাব পড়বে। অন্যদিকে, মুকুল সাংমার নেতৃত্বে মেঘালয়ের নেতারা মঙ্গলবার কলকাতায় আসেন অভিষেকের সঙ্গে বৈঠক করতে। ফলে অসম সফরের আগে এই বৈঠকও গুরুত্বপূর্ণ।

পাশাপাশি আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরা। সদ্য তিনি যোগদান করেছেন তৃণমূলে। তাঁকে অসমের রাজ্য সভাপতি করেছে তৃণমূল। আবার, আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন সুস্মিতা দেব। তাঁদেরকে সামনে রেখেই অসমে সংগঠন বিস্তারের কাজে মন দিয়েছে তৃণমূল। রিপুন বোরার হাত ধরে চলছে তৃণমূলে একাধিক যোগদান।
২০১৬ সালে ক্ষমতা হারানোর পর থেকে অসমে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে কংগ্রেস। জোট করেও বিজেপির সঙ্গে লড়াই করতে পারেনি কংগ্রেস। কংগ্রেসের এই দুর্বলতাকে কাজে লাগিয়েই সংগঠন মজবুত করার প্রচেষ্টা তৃণমূলের। গত কয়েক সপ্তাহের মধ্যেই কংগ্রেসের একাধিক নেতা তৃণমূলে যোগদান করেছেন। এই অবস্থায় আজ অসমে দলের নতুন রাজ্য দপ্তর খুলতে চলেছে তৃণমূল। সেখান থেকেই দলের সমস্ত কাজ চলবে। সেখান থেকেই চলবে যোগদান।

এদিকে, সম্প্রতি মেঘালয় যাবার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যা আপাতত বাতিল হয়েছে। মেঘালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়াকে। তিনি সেখানে নিয়মিত যাতায়াত করছেন ও দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।