কলকাতা ব্যুরো: আবহাওয়ার পূর্বাভাসে সতর্কবার্তা দিল দিল্লির মৌসম ভবন। ভারতের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ চলবে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার এই নিয়ে একটি টুইট করেছে ভারতের আবহাওয়া দফতর। সেখানে জানানো হয়েছে যে, উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে।
এছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্রের বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।