কলকাতা ব্যুরো: উপনির্বাচনের কারণে ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার নবান্নে শিক্ষাসচিব ও মুখ্যসচিবের সঙ্গে আলাদা করে বৈঠক করার পর নতুন দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখে নিন নতুন সূচি–
- ২ এপ্রিল – প্রথম ভাষা
- ৪ এপ্রিল – দ্বিতীয় ভাষা
- ৫ এপ্রিল – ভোকেশনাল সাবজেক্টস
এরপর ৬ থেকে ১৫ তারিখ পর্যন্ত কোনও পরীক্ষা নেই। ১২ তারিখ উপনির্বাচন। ১৪, ১৫ এপ্রিল ছুটি। এরপর ১৬ তারিখ ফের পরীক্ষা।
- ১৬ এপ্রিল – অঙ্ক
- ১৮ এপ্রিল – ইকনমিক্স
- ১৯ এপ্রিল – কম্পিউটার সায়েন্স
- ২০ এপ্রিল – কমার্শিয়াল ল
- ২১ – জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (উচ্চমাধ্যমিক পরীক্ষা নেই)
- ২২ এপ্রিল – ফিজিক্স
- ২৩ এপ্রিল – স্ট্যাটিসটিক্স
- ২৪, ২৫ এপ্রিল– জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (উচ্চমাধ্যমিক পরীক্ষা নেই)
- ২৬ এপ্রিল – কেমিস্ট্রি
- ২৭ এপ্রিল – বায়োলজিক্যাল সায়েন্স
অর্থাৎ চলতি বছর ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
মুখ্যমন্ত্রীর দাবি, ৫ রাজ্যের নির্বাচনের সময় এই উপনির্বাচন করে নেওয়া হলে সমস্যা হত না। কিন্তু কমিশন স্থানীয় নির্বাচনগুলিকে সেভাবে গুরুত্ব দেয় না বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, উচিত ছিল দিন ঘোষণার আগে পরীক্ষাসূচি দেখে নেওয়া। তবে তা হয়নি বলে পরীক্ষার্থীদের কথা ভেবে রাজ্য সরকারই দিনক্ষণ সামান্য বদল করে দিল। এর আগে ২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে তা একদিন বাড়লো।
এর আগে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের জন্য পিছিয়ে গিয়েছিল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা আবহের প্রায় ২ বছর পর পরীক্ষার হলে উচ্চমাধ্যমিকে বসতে চলেছেন পরীক্ষার্থীরা। তাতেও বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা। তবে বৃহস্পতিবার সম্ভবত চূড়ান্ত রুটিনই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।