কলকাতা ব্যুরো: ভোটের দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা বা ছাপ্পা ভোট হয়েছে কি না, তা দেখার মতো কোনও পরিকাঠামো, অভিজ্ঞতা বা দক্ষতা তাদের নেই বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন। ফলে কাঁথি পুরসভার নির্বাচন নিয়ে দায়ের হওয়া মামলায় নতুন জটিলতা তৈরি হল কারণ, এর আগের শুনানিতেই কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছিল ৷ আর জাতীয় নির্বাচন কমিশনকে এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার মতো পরিকাঠামো আছে কি না, তা জানতে চেয়েছিল ৷
শুক্রবার এই মামলার শুনানি হয় ৷ সেখানেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই কথা জানানো হয় ৷ তা জানার পর তাদের দিয়ে পুরভোটের নথি পরীক্ষা বা সিসিটিভি ফুটেজ পরীক্ষার ভাবনা বাতিল করল কলকাতা হাইকোর্ট। তারপর আদালতের প্রশ্ন, অন্য কোনও সংস্থাকে দিয়ে যদি এই দায়িত্ব দেওয়া হয়, নির্বাচন কমিশন তাতে নজরদারি করতে পারবে কি না। সেই ব্যাপারে আদালত রাজ্য নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ নিয়ে আসার কথা বলেছে ৷
আদালত বলেছে, পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনকে ফুটেজ-সহ যাবতীয় ভোটের নথি অবিকৃত ভাবে সংরক্ষণ করতে হবে ৷ আগামী ২৩ মার্চ মামলার পরবর্তী শুনানি ৷ পুরভোট সংক্রান্ত অন্যান্য মামলাগুলিরও শুনানি ওই দিন হবে বলে আদালত জানিয়েছে ৷
উল্লেখ্য, কাঁথি পুরসভায় ভোট লুঠ, বুথ দখল-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছিল । সেই মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, ওই পুরভোটের সমস্ত সিসিটিভি ফুটেজ-সহ ভোটের অন্যান্য নথি সংরক্ষণ করতে হবে। কাঁথি পুরভোটের ফলাফল ঘোষণা হয়ে গেলেও পরবর্তীতে এই পুরসভার ভোটের ফলাফল নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের উপর। পাশাপাশি ভোটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার মতো পরিকাঠামো জাতীয় নির্বাচন কমিশনের হাতে আছে কি না জানতে চেয়েছিল হাইকোর্ট।