কলকাতা ব্যুরো: আটকে পড়া ভারতীয়দের এখনি যোগাযোগ করার নির্দেশ দিল কিভ-এর ভারতীয় দূতাবাস ৷ ‘ইন্ডিয়া ইন ইউক্রেন’-এর তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ইউক্রেনে থাকা ভারতীয়দের ৷ এই টুইটারে একটি ফর্ম দেওয়া হয়েছে ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের এই গুগল ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে জরুরি ভিত্তিতে ৷

টুইটে বলা হয়, সমস্ত ভারতীয় নাগরিক, যাঁরা ইউক্রেনে আটকে রয়েছেন তাঁদের অবিলম্বে গুগল ফর্ম ফিলাপ করতে হবে। অতি দ্রুত ফর্মটি পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই টুইটে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের মনোবল বাড়ানোর চেষ্টাও করা হয়েছে। লেখা হয়েছে, সাবধানে থাকুন, মনে সাহস রাখুন।
কিন্তু কী থাকবে এই গুগল ফর্মে? জানা গিয়েছে, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ইমেল আইডি, পুরো নাম, বয়স, পাসপোর্টের নম্বর, ইউক্রেনের ঠিকানা, ভারত ও ইউক্রেনের যোগাযোগের নম্বর দিতে হবে ওই গুগল ফর্মে। ইউক্রেনে আটকে পড়া নাগরিকরাই নয়, বিষয়টি জানার পর ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ টুইটে তাঁদের প্রিয়জনদের বিবরণ দিয়েছেন। দ্রুত তাঁদের ঘরে ফেরানোর আর্জি জানিয়েছেন।
এছাড়াও টুইটারে ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ সংকটের মধ্যেও শক্ত থাকার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক ৷ উদ্ধারকার্য চলছে ৷ এর আগে টুইটারে পিসোচিন অঞ্চল থেকে ভারতীয়দের বের করে আনার কথা জানানো হয়েছিল ৷ ভারতীয় সেনাবাহিনী একটি টুইট করে জানিয়েছে, ২ হাজার ২৬৬ জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে ৷
৫ তারিখে করা টুইটে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩টি আইএএফ সি-১৭ বিমান ৬২৯ জন ভারতীয়কে নিয়ে এয়ারবেসে ফিরেছে ৷ তাঁদের পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে ৷ এর সঙ্গে বায়ুসেনা ১৬.৫ টন ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে ইউক্রেনে ৷