কলকাতা ব্যুরো: দেবের পর এবার তাঁর ছবির প্রযোজককে তলব সিবিআইয়ের। গরুপাচার কাণ্ডের তদন্তে ডাকা হয়েছে তাঁকে। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এর আগে দেবকেও জেরা করে সিবিআই।
জানা গিয়েছে, দেব অভিনীত একটি জনপ্রিয় ছবির সহ প্রযোজক পিণ্টু মণ্ডল। তাঁকেই জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, গরুপাচারকারীরা টলিউডে আর্থিক বিনিয়োগ করেছে কিনা, সে বিষয়টিই ভাবাচ্ছে আধিকারিকদের। এ বিষয়ে পিণ্টু মণ্ডলকে জেরা করা হতে পারে বলেই সূত্রের খবর। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিতে যান কিনা ওই সহ প্রযোজক, সেদিকে নজর রয়েছে সকলের।
উল্লেখ্য, এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দেবকে তলব করে সিবিআই। সেই অনুযায়ী নির্ধারিত দিনে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান ঘাটালের তারকা তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। টানা পাঁচ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। নিজাম প্যালেস থেকে হাসি মুখেই বেরতে দেখা যায় তারকা সাংসদকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা জানান, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। শোনা যায়, গরুপাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল তারকা সাংসদ দেবের নাম।
তবে এনামুল হক বলে কাউকে চেনেন না বলেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান দেব। আর্থিক লেনদেনের বিষয়ও অস্বীকার করেন তারকা সাংসদ। আর হয়তো সিবিআই তাঁকে তলব করবে না বলেই আশা দেবের।
এছাড়া গত ১৪ ফেব্রুয়ারি একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। তবে সিবিআই হাজিরা এড়ান তিনি। অনুব্রত মণ্ডলের আইনজীবী আরও কিছুটা সময় চান। আবেদন মঞ্জুর করে আগামী ২৫ ফেব্রুয়ারি তৃণমূল নেতাকে ফের হাজিরার নির্দেশ তদন্তকারীদের।