কলকাতা ব্যুরো: থেমে গেলো ‘গীতশ্রী’র লড়াই। সুরলোকে সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গীত জগতে নক্ষত্রপতন। বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শিল্পীর শেষকৃত্য, এমনটাই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয় গীতশ্রীর দেহ। এরপর বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে বের করে মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। সেখান থেকে আনা হয় রবীন্দ্র সদনে। এখানে বিকাল ৫ টা পর্যন্ত রাখা হবে দেহ। তারপর আজ সন্ধ্যায় কেওড়াতলায় শেষকৃত্য সম্পন্ন হবে।
সঙ্গীত জগতের ‘ধ্রুবতারা’ সন্ধ্যা মুখোপাধ্যায়কে একে একে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে ভিড় করছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসংখ্য গুণমুগ্ধ অনুরাগী। তারপরই হবে শেষ যাত্রা। একেবারে শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে চিরবিদায়ে জানানো হবে সকলের প্রিয় শিল্পীকে। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে বুধবার কর্মসূচি থাকলেও তা কাটছাঁট করে যত দ্রুত সম্ভব কলকাতায় ফিরবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



মঙ্গলবার রাতেই দুঃসংবাদ আসে প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে জানুয়ারির শেষ সপ্তাহে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলছিল চিকিৎসকদের পর্যবেক্ষণও। একটু সুস্থ হয়ে বাড়িও ফেরেন শিল্পী। কিন্তু তারই মধ্যে হঠাৎ কাটলো সুর। গীতশ্রীর মৃত্যু সংবাদে যেন বাংলা সঙ্গীত জগতের এক অধ্যায় শেষ হল, এমনটাই আক্ষেপ সঙ্গীত বিশারদদের।