কলকাতা ব্যুরো: বিজেপি কর্মী খুনের মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন পেলেন তিনি। সুপ্রিম কোর্ট মঙ্গলবার তাঁকে আগাম জামিন দিয়েছে।
একুশের বিধানসভার লড়াইয়ে গোটা রাজ্যে বিপুল জয় পেলেও, নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। ভোট পরবর্তী সময় নন্দীগ্রামে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িয়ে যায় তাঁর নাম। কলকাতা হাইকোর্টের নির্দেশে যে মামলার তদন্ত করছে সিবিআই।
এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। কিন্তু সেখানে স্বস্তি মেলেনি। তারপরই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। বুধবার সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করলো।