কলকাতা ব্যুরো: ভারতীয় সঙ্গীতের আঙিনা ছেড়ে অনন্তলোকে পাড়ি দিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সঙ্গীত জীবনে দীর্ঘ সাত দশকের পথচলা তাঁর। মোট ৩৬টি ভাষায় নিখুঁত উচ্চারণে গান গেয়েছেন তিনি। তথ্য বলছে, দীর্ঘ কেরিয়ারে ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। আপামর ভারতবাসীর কাছে তিনিই দেবী সরস্বতীরূপে পূজিত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।
রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই মুম্বইয়ের বাড়ি প্রভুকুঞ্জে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, জাভেদ আখতার, শচীন সহ একাধিক হেভিওয়েট।
অন্যদিকে লতাজির মৃত্যুর খবর পেয়েই টুইটারে শোকপ্রকাশ করেন এ আর রহমান, করণ জোহর, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, অক্ষয় কুমার, অজয় দেবগণ, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, অনিল কাপুরদের মতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা।
অক্ষয় কুমার লিখেছেন, ‘মেরি আওয়াজ হি পহেচান হ্যায়, গর ইয়াদ রহে… কী ভাবে এমন কণ্ঠকে ভুলব!’
এ আর রহমান লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভালবাসা, শ্রদ্ধা ও প্রার্থনা’।
শ্রেয়া ঘোষাল দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘কাল সরস্বতী পুজো ছিল এবং আজ মা তাঁর সবচেয়ে প্রিয়কে নিজের কাছে নিলেন। কেন জানি না আজ পাখি, গাছপালা ও বাতাসে শুধুই বিষণ্ণতা…’।
অনুষ্কা শর্মা লিখেছেন, ‘ঈশ্বর কথা বলেন এমন সুমধুর কণ্ঠে’।
করণ জোহরের কথায়, ‘আজ স্বর্গলোক প্রকৃত অর্থেই এক সুরের পরীকে দেখল। শৈশবে লতাজির গান শুনে বড় হয়েছি, আজ ওঁর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বলব, এমন সমধুর কণ্ঠে দেশকে গর্বিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।’
অন্যদিকে শোকের ছায়া টলিপাড়াতেও। শোকজ্ঞাপন করলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অভিনেতা সোহম চক্রবর্তী-সহ আরও অনেকে।
প্রসেনজিৎ চ্যাটার্জি লিখেছেন, ‘খবর পেয়ে খুবই মর্মাহত। আপনি ও আপনার গান চিরকাল আমাদের মনে থেকে যাবে। লতাজির পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্খীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
গানের দু’লাইন উল্লেখ করে মিমি চক্রবর্তী লিখেছেন, ‘নাম গুম জায়েগা। চেহরা ইয়ে বদল জায়েগা। মেরি আওয়াজ হি পেহেচান হ্যায়, গর ইয়াদ রহে। এটা খুবই হৃদয় বিদারক। আপনি আমাদের মধ্যে সব সময় থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। কিংবদন্তিদের মৃত্যু হয় না।’
নুসরত জাহান লেখেন, ‘স্বর্গ আজ কোকিলকণ্ঠীকে পেল। গোটা দেশ আপনার অভাব অনুভব করবে। পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’
টুইট করেছেন রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তীও।
শিল্পীর মৃত্যুতে বলিউডের পাশাপাশি শোকস্তব্ধ গোটা টলিউডও। শোকস্তব্ধ গোটা দেশ। রবিবার বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ‘সঙ্গীতজগতের সরস্বতীর’।