কলকাতা ব্যুরো: কার্যকর হয়নি বদলির নির্দেশ! আর আদালতের রায় কার্যকর না করায় উত্তর ২৪ পরগনার স্কুল পরিদর্শককে জরিমানা করলো কলকাতা হাইকোর্ট। জানা গেছে, এক স্কুল শিক্ষক বদলির আবেদন করে মামলা করেছিলেন হাইকোর্টে ৷ যদিও স্কুল পরিদর্শক তাঁর আবেদনের জবাব দেননি। ওই শিক্ষক আদালতের দ্বারস্থ হন। ২০১৯ সালে বদলি কার্যকর করতে নির্দেশ দেয় আদালত ৷ কিন্তু, দীর্ঘ ৩ বছর পরও সেই নির্দেশ কার্যকর হয়নি।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার স্কুল পরিদর্শককে ৫ হাজার টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। স্কুল পরিদর্শককে ১৫ দিনের মধ্যে ব্যক্তিগতভাবে ওই জরিমানা রাজ্য লিগাল সার্ভিস কর্তৃপক্ষের সেলে জমা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে জানা গিয়েছে, জরিমানা করা হলেও অনেক আবেদন-নিবেদনের পর তা তুলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা গোপাল মাহাতো ১০ বছর আগে পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি স্কুলে বাংলার শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন৷ পরে ক্যানিংয়ের ট্যাংরাখালি হাইস্কুলে পদ খালি থাকায় সেখানে নিজের বদলির আবেদন জানান ওই শিক্ষক ৷ কিন্তু, বহুদিন হয়ে গেলেও সেই আবেদনের কোনও সাড়া পাননি স্কুল শিক্ষক।
এরপর গোপাল মাহাতো কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ আদালত ওই শিক্ষকের বদলির নির্দেশ দিয়েছেন। সেই রায়ের ৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও নির্দেশ কার্যকর করা হয়নি। সেই রায়ের কপি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্কুল শিক্ষক গোপাল মাহাতো ৷ এই মামলার পরবর্তী শুনানি দু’সপ্তাহ পর রয়েছে।