কলকাতা ব্যুরো: ২০২২-২৩ অর্থবর্ষের জন্য মঙ্গলবার সংসদে বাজেট প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু মধ্যবিত্তের জন্য করোনা অতিমারিতে বিশেষ কোনও সুবিধা নেই। তা নিয়ে এবার কেন্দ্রকে তীব্র কটাক্ষে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে নিশানা করলেন বাজেটকে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পেগাসাস থেকে নজর ঘোরাতেই এই বাজেট। তাঁর কটাক্ষ, “এই বাজেটে মধ্যবিত্তের জন্য় কিছুই নেই। তাঁরা প্রতিনিয়ত বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির যাঁতাকলে পড়ছেন। নাভিশ্বাস উঠছে তাঁদের। কিন্তু সরকারের বাজেটে কোনও কিছু নেই মধ্যবিত্তের জন্য। মমতার দাবি, সরকার বড় বড় কথা বলছে, কাজের বেলায় নেই।”
মমতা ছাড়াও টুইট করে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। হিরের উপর আমদানি শুল্ক কমানোর বিষয়টিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘হিরে এই সরকারের পরম বন্ধু। বাকি কৃষক, মধ্যবিত্ত, দিন এনে দিন খাওয়া মানুষ ও বেকারদের জন্য প্রধানমন্ত্রী কিছুই করেননি।’
ইতিমধ্যেই মমতার সুরে সুর মিলিয়ে অন্য বিরোধীরাও কেন্দ্রের এই বাজেট নিয়ে সরব হয়েছেন। মধ্যবিত্ত বঞ্চিত এই বাজেটে, তা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। এদিন ব্যক্তিগত আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়নি বাজেটে। একই রকম আছে কর কাঠামো। মধ্যবিত্ত মানুষ এই কর ছাড়ের প্রত্যাশায় ছিলেন। কিন্তু তার বদলে কর্পোরেট ট্যাক্স আরও কমিয়ে শিল্পপতিদের পোয়াবারো হয়েছে, বলছেন বিরোধীরা।