কলকাতা ব্যুরো: দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই এ রাজ্যের দু’টি কেন্দ্রে উপনির্বাচন সেরে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী ৭ মার্চ আসানসোল ও বালিগঞ্জ এই দুই কেন্দ্রে উপনির্বাচন করানোর উদ্যোগ নিচ্ছে তারা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রেই মঙ্গলবার একথা জানানো হয়েছে।
এদিন জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ভাষা ভবনে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রীয় উপনির্বাচন দিনক্ষণের আভাস দেওয়া হয়। সরস্বতীর পুজোর ঠিক পরেই অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দুই কেন্দ্রে উপনির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে ৭ মার্চ আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে ৷
বালিগঞ্জ আসনে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। নির্বাচনে জয়ী হওয়ার পর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর আসনে বসেন তিনি। কিন্তু গত বছর ৪ নভেম্বর ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ফলে সেই আসনটি আপাতত বিধায়ক শূন্য।
এদিকে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে আরও একবার আসানসোল বাসীর মন জয় করেছিলেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী হিসেবে দ্বিতীয়বার সাংসদ হয়েছিলেন তিনি। গত বছর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ আসন থেকে বাবুলকে প্রার্থী করে বিজেপি। লড়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। কিন্তু সেই ভোটে পরাস্ত হন গায়ক-সাংসদ। ফলাফলের মাস কয়েক পর সকলকে চমকে দিকে বিজেপি ছাড়েন বাবুল। তবে জানিয়েছিলেন, তিনি অন্য কোনও দলে যোগ দেবেন না। সাংসদ হিসেবে আসানসোলের যাবতীয় দায়িত্ব বহন করবেন আগের মতোই। কিন্তু হাওয়া বদল হয় গত সেপ্টেম্বরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত ধরে শাসকদলে যোগ দেন বাবুল।
তারপরই তিনি জানিয়েছিলেন, সাংসদ পদ ছেড়ে দেবেন। নানা টানাপোড়েনের পর অক্টোবরে সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তাই আসানসোল লোকসভা কেন্দ্রের আসন আপাতত শূন্য। আর সেই আসনে সাংসদ বেছে নিতে মার্চেই উপনির্বাচন চাইছে কমিশন। এবার দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়।
আপাতত পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মনিপুর ও গোয়া, এই পাঁচ রাজ্যে রয়েছে নির্বাচন। ভোট ও গণনা শেষ হবে মার্চ মাসে। এরপরই এ রাজ্যে এই দুই কেন্দ্রে উপ নির্বাচন হবে বলে জানা গিয়েছে।