কলকাতা ব্যুরো: কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে শনিবার ২৩০টির পরিবর্তে ২২৪টি মেট্রো চালানো হবে। যার মধ্যে আপ ও ডাউন লাইনে ১১২টি করে মেট্রো চলবে। রবিবার ১২০টির পরিবর্তে ১১৪টি মেট্রো চালানো হবে। শেষ পরিষেবার সময়েও আধ ঘন্টা এগিয়ে আনা হয়েছে বলে খবর। এই সপ্তাহ থেকেই ‘কড়া’ মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর অন্দরে নজরদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে। যাতে কোনওমতেই মেট্রোয় সংক্রমণ না ছড়ায়, সেজন্য আগাম সতর্কই ছিল কলকাতা মেট্রো। সোমবার থেকে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়েই চালানো হচ্ছে মেট্রো।

শনিবারের প্রথম ও শেষ মেট্রো
দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, এই চার রুটেই প্রথম মেট্রো মিলবে সকাল সাতটায়। অর্থাৎ এ ক্ষেত্রে সময়সূচি অপরিবর্তিত রয়েছে। তবে শেষ মেট্রোর ক্ষেত্রে বদল এসেছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটের শেষ মেট্রো মিলবে রাত ৮:৪৮ মিনিটে। এর আগে রাত ৯:১৮ মিনিটে ওই মেট্রো মিলত। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো মিলবে রাত ন’ টায়। রাত সাড়ে ন’ টায় মিলত ওই মেট্রো।
রবিবারও প্রথম মেট্রোর সময়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। অর্থাৎ দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরে থেকে কবি সুভাষের প্রথম মেট্রো মিলবে সকাল ১০টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮:৪৮ নাগাদ। আগে ওই মেট্রো পাওয়া যেত রাত ৯:১৮ নাগাদ।

দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো মিলবে রাত ন’ টায়। এক্ষেত্রেও সাড়ে ন’ টায় শেষ মেট্রো চলত করোনা বিধিনিষেধ যাতায়াতের ক্ষেত্রে।