কলকাতা ব্যুরো: দক্ষিণেশ্বর, বেলুড় মঠের দেখানো পথেই এবার হাঁটলো কালীঘাট মন্দিরও। আগামী ১ জানুয়ারি অর্থাৎ শনিবার বন্ধ থাকবে কালীঘাট মন্দির। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলো কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। ক্রমাগত বাড়তে চলা করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, ১ জানুয়ারি, নববর্ষের পাশাপাশি কল্পতরু উৎসব। সেজন্য সকলেই এই দিনটিতে মায়ের পুজো দিয়ে বছর শুরু করতে চান। ফলে অগুণতি মানুষের ভিড় হয় কালীঘাট মন্দিরে।

তবে বর্তমানে যেভাবে করোনার নতুন ভ্যারিয়ান্ট ‘ওমিক্রন’ উদ্বেগ বাড়াতে শুরু করেছে, তার জেরেই ভিড় এড়িয়ে সংক্রমণ ঠেকাতে ১ জানুয়ারি কালীঘাট মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র গর্ভগৃহ নয়, সমগ্র কালীঘাট মন্দির চত্বরে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হলেও নির্দিষ্ট নিয়ম মেনেই গর্ভগৃহে মায়ের পুজো হবে বলে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, ১ জানুয়ারি দক্ষিণেশ্বর, বেলুড় মঠ সহ কাশীপুর উদ্যানবাটিতে মহাসমারোহে ‘কল্পতরু উৎসব’ পালিত হয়। সেই উপলক্ষ্যে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যেমন দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন, তেমনই বেলুড় মঠ ও কাশীপুর উদ্যানবাটি প্রাঙ্গণেও যথেষ্ট ভিড় হয়। অত্যধিক ভিড়ের ফলে যে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে তা বলা বাহুল্য। তাই সংক্রমণ ঠেকাতে, বিশেষত ওমিক্রন-এর কথা মাথায় রেখে আগেই কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ ও কাশীপুর উদ্যানবাটির দ্বার ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দক্ষিণেশ্বর মন্দির ও কাশীপুর উদ্যানবাটি আগামী ১ ও ২ জানুয়ারি, দুদিন বন্ধ থাকছে। আর বেলুড় মঠের ফটক ভক্ত ও দর্শনার্থীদের জন্য ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এবার এই বন্ধের তালিকায় জুড়লো কালীঘাট মন্দিরের নামও।