কলকাতা ব্যুরো: মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায় এবং কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু। বুধবারই তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল। আর এবার উদ্বেগ বাড়িয়ে করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই পুরসভার অন্দরে চিন্তা বেড়েছে।
মঙ্গলবার কলকাতার মেয়র পদে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেন ফিরহাদ হাকিম। এদিন পুরসভার লনে বাঁধা হয়েছিল মঞ্চ। বিশিষ্টজনদের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন ফিরহাদ। এদিনের অনুষ্ঠানে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছিল। কিন্তু, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। করোনায় আক্রান্ত তাপস রায় মূল মঞ্চে অন্যান্য মন্ত্রী এবং সাংসদদের সঙ্গে বসেছিলেন বেশ কিছুক্ষণ। এদিকে, মেয়র পারিষদ পদে শপথ নিয়েছিলেন স্বপন সমাদ্দারও। অন্যান্য মেয়র পারিষদ এবং বিশিষ্টজনদের সংস্পর্শে এসেছিলেন তাঁরা জানা গিয়েছে এমনটাই। ফলে তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই বাড়তে থাকে উদ্বেগ।
যদিও শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন সকলকে মাস্ক করার অনুরোধ জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। সকলকে মেনে চলতে বলেছিলেন করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধিও। যদিও রাজ্যের করোনা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন,কোনও ভুল তথ্য যেন সামনে আনা না হয়। এখনই স্কুল-কলেজ বন্ধ করার হবে না। আগে সার্বিক পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হবে, জানান মুখ্যমন্ত্রী।