কলকাতা ব্যুরো: বড়সড় সাফল্য পেলো তেলেঙ্গানা পুলিশ। সোমবার সকালে ছত্তিশগড় সীমান্তে তেলেঙ্গানা পুলিশের এলিট গ্রে-হাউন্ডস বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় ৬ মাওবাদী৷
তেলেঙ্গানার পূর্বাঞ্চলের জেলা ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সুনীল দত্ত জানিয়েছেন, পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও এই অভিযানে সামিল ছিল৷ যৌথ অভিযানে নিকেশ হয় ৬ মাওবাদী ৷ সুকমা জেলার দক্ষিণ বস্তারের সীমান্ত এলাকায় অভিযানটি হয় বলে জানিয়েছেন তিনি৷
এক সংবাদ সংস্থাকে ওই পুলিশ আধিকারিক বলেন, তেলেঙ্গানা এবং ছত্তিশগড় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযান ছিল এটি৷ সকাল ৬.৩০ মিনিট থেকে ৭টার মধ্যে এই অভিযান সংগঠিত হয় ৷ মাওবাদীরা আক্রমণের চেষ্টা করলে প্রত্যাঘাত করে যৌথ বাহিনী ৷ তাতেই নিকেশ হয় ৬ মাওবাদী ৷
নিকেশ ৬ মাওবাদীর মধ্যে ৪ জন মহিলা বলে প্রাথমিক রিপোর্টে প্রকাশ। এরা প্রত্যেকেই কিস্তারাম আঞ্চলিক মাওবাদী কমিটির সদস্য ৷ অভিযান এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে।