কলকাতা ব্যুরো: সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি। কোথাও বুথ দখল, কোথাও বোমাবাজি, কোথাও এজেন্টদের মারধর, আবার কোথাও অবাধে ছাপ্পার অভিযোগ। ভোটের সকালে কলকাতার চিত্র এমনই। কলকাতা পুরভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ হলেও বেশ কিছু এলাকা থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর এসেছে। ১০১, ১০২, ১১০ নম্বর ওয়ার্ডে অবাধ ছাপ্পা, ভোট লুটের প্রতিবাদে বাঘাযতীন মোড়ে সিপিএম কর্মীরা পথ অবরোধ করেন। রাস্তার উপর দলের পতাকা নিয়ে বসে পড়েন অনেকে।
সিপিএম কর্মীদের অভিযোগ, ১০১ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া গার্লস স্কুলে বুথ দখল করে ভোট দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ১০২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ভাস্বতী গঙ্গোপাধ্যায় বলেন, সকাল থেকে ভোটের নামে প্রহসন চলছে। পুলিশ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। অধিকাংশ বুথে বুথে আমাদের পোলিং এজেন্ট তুলে দিয়েছে। বাকি এজেন্টরা লড়াই করে বসলেও বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে।