কলকাতা ব্যুরো: আবারও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইলো শহর কলকাতা। শনিবার বিকেল ৫টা নাগাদ নবান্নের কাছে কলকাতাগামী লেনে উল্টে যায় একটি ছাইবোঝাই লরি। ঘটনার জেরে লরির নীচে চাপা পড়েন এক ব্যক্তি। প্রায় দেড় ঘণ্টা পর সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। যদিও পরে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পথচারীর পরিচয় এখনও জানা যায়নি। তিনি গুরুতর হয়েছিলেন বলে খবর। তাঁকে উদ্ধারের চেষ্টায় আনা হয়েছিল হাইড্রলিক ল্যাডারও। জানা গিয়েছে, ব্যক্তিকে দেওয়া হয় অক্সিজেন, জল। কন্টেনার লরিটিকে কয়েক ইঞ্চি সোজা করে তবে উদ্ধারকাজ সম্ভব হয়।

এদিকে, জানা যাচ্ছে, কন্টেনারটিকে তোলার জন্য যে ক্রেন আনা হয়েছিল সেটিও ছিঁড়ে পড়ে। কন্টেনারের ওজন এতটাই ভারী যে ক্রেন তা ধরে রাখতে পারেনি বলে অনুমান। জানা গিয়েছে, ওই কন্টেনারটি কোলাঘাট থেকে কলকাতার দিকে যাচ্ছিল। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উলটে যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে লরির নীচেই চাপা পড়ে যান এক ব্যক্তি। তাঁর জন্য অ্যাম্বুল্যান্সও মজুদ রাখা হয়। অক্সিজেনের নল ঢুকিয়ে তাঁকে সুস্থ রাখার চেষ্টা করা হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর পথচারীকে বের করে নিয়ে আসা সম্ভব হয়। যদিও শেষরক্ষা হল না। মৃত্যু হলো তাঁর।

উল্লেখ্য, নবান্নের কাছে সেতুর সংযোগকারী রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হন অফিস ফেরত যাত্রীরা। দুর্ঘটনার পর থেকেই বন্ধ রাখা হয় কলকাতামুখী লেন। সাড়ে ছ’টার পর থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।