কলকাতা ব্যুরো: বুধবারই তামিলনাড়ুর কুন্নুর জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সস্ত্রীক সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। এক লহমাতেই অভিভাবক হারা হয়েছেন দুই বোন। শুক্রবারই রাষ্ট্রীয় সম্মানে চিরবিদায় জানানো হয়েছে দম্পতিকে। সৎকার করেন বিপিন রাওয়াতের দুই মেয়ে। শনিবার সকালেই তারা শশ্মান থেকে মা-বাবার অস্থি সংগ্রহ করেন এবং হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেন।
শুক্রবারই ১৭ তোপধ্বনিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানানো হয়। একই চিতায় বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ দাহ করা হয়। তাঁদের দুই কন্যা মুখাগ্নি করেন। এরপর শনিবার সকালে রাওয়াত কন্যা কৃতিকা ও তারিণী দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শশ্মানঘাটে যান মা-বাবার অস্থি সংগ্রহ করতে। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে তাদের কথা বলতেও দেখা যায়। বিপিন রাওয়াতের পরিবারের তরফে জানানো হয়েছিল, দম্পতির অস্থি উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে।
উল্লেখ্য, বিপিন রাওয়াত কর্মসূত্রে দিল্লিতে থাকলেও আদতে তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। বিপিন রাওয়াতের প্রয়াণের খবর পাওয়ার পরই উত্তরাখণ্ড সরকারের তরফে তিনদিনের শোক পালনের ঘোষণা করা হয়েছে।