কলকাতা ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে SSKM হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নেন ভাইয়ের শারীরিক অবস্থার। জানা গিয়েছে, শনিবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সঙ্গে সঙ্গে একাধিক পরীক্ষা করা হয়।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন গণেশবাবু। এরপরই মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির অদ্যাপক সরোজ মণ্ডল-সহ তিন সদস্যের টিম গঠন করা হয়। শুরু হয় চিকিৎসা। বর্তমানে কার্ডিওলজি বিভাগের আইসিইউতে রয়েছেন তিনি। আর রবিবার বিকেলে ভাইকে দেখতে SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণেশ বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। বেশ কিছুক্ষণ পর হাসপাতাল থেকে বের হন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে স্থিতিশীল গণেশবাবু। সোমবার তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করার সম্ভাবনা রয়েছে। তবে তা নির্ভর করবে তাঁর শারীরিক পরিস্থিতির উপর।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজোভাই অসীম বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ মাস কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন অসীম বন্দ্যোপাধ্যায়।