কলকাতা ব্যুরো: এবার থেকে ঘরে ঘরেই পৌঁছে যাবে রেশন ৷ নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে মহিলাদের রেশনের ডিলারশিপ দিতেও তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী ৷
২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের অন্যতম হাতিয়ার ছিল ‘দুয়ারে রেশন’ ৷ তৃতীয়বার ক্ষমতায় এসেই সেই প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছিলেন তিনি ৷ তার সঙ্গে এবার যুক্ত হল মহিলাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও ৷ ভোটের আগেই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা। নির্বাচনে জিতে সেই ‘লক্ষীর ভান্ডার’ চালুও করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাতে ব্যাপক সাড়াও পড়েছে ৷
এছাড়া প্রথমবার ক্ষমতায় এসে ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র মতো প্রকল্প চালু করেছিলেন মমতা ৷ লক্ষ্য মহিলাদের সমর্থন আদায় ৷ সেই লক্ষ্যেই মঙ্গলবার নেতাজী ইন্ডোরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের রেশন ডিলারশিপ পেতে অগ্রাধিকার পাবেন মহিলারা ৷
এদিন দুয়ারে রেশন প্রকল্প ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাড়ি বাড়ি রেশন পৌঁছনোর জন্য প্রত্যেক রেশন ডিলাররা ২ জন কর্মী নিয়োগ করতে পারবেন। এতে প্রায় ৪২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এই কর্মীদের বেতন হবে ১০ হাজার টাকা। এই বেতনের অর্ধেক দেবে রাজ্য, বাকি অর্ধেক দেবেন রেশন ডিলাররা।’
দুয়ারে রেশন সরবরাহ পরিকল্পনা প্রসঙ্গে মমতা আরও জানান, বাড়ি বাড়ি ২৫ কেজি করে রেশন পৌঁছে দিতে দরকার লোকবল। একইসঙ্গে রেশন সরবরাহে ২১ হাজার গাড়ি লাগবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর জন্য ডিলারদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উৎসাহ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, নিজের গাড়িতে রেশন পৌঁছে দিলে ডিলারকে ১ লাখ টাকা দেবে রাজ্য অর্থাৎ দুয়ারে রেশনের ডিলারশিপ নিয়ে নিজস্ব গাড়ি ব্যবহার করলে সরকারের থেকে ভর্তুকি হিসেবে টাকা পাবেন ডিলাররা।
এছাড়া পাড়ায় পাড়ায় প্রতিটি লেনে পৌঁছে যাবে রেশনের গাড়ি। প্রতি ৫০০ মিটারে থাকবে একটি করে গাড়ি। সেখান থেকে রেশন সাধারণ মানুষের হাতে তুলে দিতে দুজন করে কর্মী নিয়োগ করতে পারে ডিলাররা। কোনদিন কোন এলাকায় রেশন দেওয়া হবে তা এসএমএস করে জানিয়ে দেবেন ডিলাররা।