কলকাতা ব্যুরো: ইডি এবং সিবিআই কর্তাদের কার্যকালের মেয়াদ বাড়াতে উদ্যোগী কেন্দ্র। সংশ্লিষ্ট দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ ২ বছর থেকে বেড়ে ৫ বছর করার জন্য বিল আনল কেন্দ্র। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র।
এতদিন পর্যন্ত এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টরদের মেয়াদ ২ বছর ছিল। গত বছর নভেম্বর মাসে ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৮ সালে তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছিল। তাঁর দুই বছরের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু, তাঁর কার্যকালের সময়সীমা বর্ধিত করা হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের আগে সিবিআই ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ নির্দিষ্ট ছিল না। তাঁদের কার্যকালের মেয়াদ নির্ভর করত সরকারের সিদ্ধান্তের উপর। যদিও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এবং ইডির ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ দুই বছর বৃদ্ধি করা হয়েছিল। রবিবার এই মর্মে দুটি বিল জারি করা হয়। যাতে সম্মতিও দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার থেকে দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা যাবে সিবিআই এবং ইডি ডিরেক্টরদের।