কলকাতা ব্যুরো: দল বিরোধী মন্তব্যের জন্য বহিষ্কার করা হল বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহাকে। বুধবার তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ উঠেছে।
তবে সুরজিৎ সাহাকে বহিষ্কার নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে অবশ্য কোনও নেতার নাম লেখা হয়নি বরং জানানো হয়েছে যে দলের সাংগঠনিক নিয়মশৃঙ্খলা ভাঙার জন্য তাঁকে বহিষ্কার করা হলো। কিন্তু সুরজিৎ সাহা যে মন্তব্য করেছেন, সেখানে তিনি সরাসরি নন্দীগ্রামের বিধায়ককে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়েছেন। ফলে বোঝা যাচ্ছে যে ওই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁকে বহিষ্কার করা হল।
জানা গিয়েছে যে সমস্যার শুরু হাওড়া পৌরনিগমের নির্বাচনের জন্য বিজেপির কমিটি তৈরি করাকে কেন্দ্র করে। যে কমিটির ঘোষণা সম্প্রতি করেন শুভেন্দু অধিকারী। আর সেই নিয়েই হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা তোপ দাগেন শুভেন্দুর বিরুদ্ধে। তাঁর দাবি, এই কমিটি হাওড়া জেলা সদরের সঙ্গে আলোচনা করে তৈরি হয়নি। কিছু দুর্নীতিগ্রস্তদের নিয়ে কমিটি তৈরি হয়েছে শুভেন্দুর নেতৃত্বে। যাঁরা এই কমিটির সদস্য, তাঁদের বিরুদ্ধে পৌরনিগমের অর্থ নয়ছয় ও লুট করার বিস্তর অভিযোগ আছে। আদতে এই টিম বিজেপির মধ্যে তৃণমূল কংগ্রেসের বি-টিম হিসেবে কাজ করছে।

অভিযোগ, মঙ্গলবার শুভেন্দু হাওড়া সদরে বিজেপির খারাপ ফলাফলের জন্য বিজেপির জেলার নেতৃত্বের সঙ্গে তৃণমূলের নেতা তথা মন্ত্রী অরূপ রায়ের গোপন বোঝাপড়াকে দায়ী করেন। এই কাজে জড়িত নেতাদের নামও উল্লেখ করেন। সেই প্রসঙ্গে সুরজিৎ সাহা বলেন, কে প্রকৃত বিজেপি তার সার্টিফিকেট শুভেন্দুর থেকে নেবেন না হাওড়ার বিজেপি কর্মীরা। পাশাপাশি নারদ মামলা নিয়েও শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷
হাওড়ার নেতাদের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণও করতে হবে বলে পালটা চ্যালেঞ্জ ছোড়েন। কিন্তু সেই চ্যালেঞ্জ ছোড়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজেই বহিষ্কৃত হলেন সুরজিৎ ৷