কলকাতা ব্যুরো: আরিয়ান খানের মাদককাণ্ডে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ফের তলব করলো এনসিবি। সোমবার ফের অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে খবর। শুক্রবার তাঁকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করে এনসিবি। প্রায় সাড়ে চার ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ অনন্যা বেরোন এনসিবির অফিস থেকে। শুক্রবার সকাল ১১ টা নাগাদ এনসিবির অফিসে পৌঁছনোর কথা থাকলেও, বেলা আড়াইটে নাগাদ বাবা চাঙ্কি পাণ্ডেকে নিয়ে এনসিবির দফতরে পৌঁছন অনন্যা।
শাহরুখ-পুত্রের সঙ্গে নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিকবার মাদকের উল্লেখ পাওয়াতেই গোয়েন্দা আধিকারিকদের সন্দেহ দানা বাঁধে। সেই বিষয়েই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এরমাঝেই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। আরিয়ান খানকে মাদক জোগানোর আশ্বাস দিয়েছিলেন খোদ অনন্যা পাণ্ডে। হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁদের কথোপকথন ঘেঁটেই সেই তথ্য এনসিবির হাতে এসেছে। শাহরুখ-পুত্র অভিনেত্রীকে জানায় যদি মাদক জোগাড় করা যায়, তার উত্তরে অনন্যা জানান, তিনিই জোগাড় করবেন।
নায়িকাকে যখন এই চ্যাট সম্পর্কে জিজ্ঞাসা করেন এনসিবি আধিকারিকরা, তিনি বলেন, এটা নিছকই রসিকতা করে বলা হয়েছিল। পাশাপাশি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মারফৎ এও জানা গিয়েছে যে, আরিয়ান-অনন্যার মাদক সম্পর্কিত কথোপকথনও রয়েছে অনেক। যদিও বলিউড অভিনেত্রীর কাছ থেকে কোনওরকম মাদক উদ্ধার হয়নি।

বৃহস্পতিবার সকালে মন্নতে হানা দেওয়ার পরই আরিয়ান খান ঘনিষ্ঠ ইন্ডাস্ট্রির আরেক স্টার-কিড অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অভিনেত্রীকে প্রাথমিক জেরার পর বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল, ল্যাপটপ-সহ আরও গ্যাজেটস। এরপরই অনন্যা পাণ্ডেকে ডেকে পাঠানো হয় মুম্বইয়ের এনসিবি দপ্তরে। পৌঁছন বাবা চাঙ্কি পাণ্ডেও। প্রশ্ন উঠেছিল- আরিয়ান খানের মাদককাণ্ডে কি তাহলে অনন্যাও জড়িত? সেই উত্তর যদিও এখনও অধরা। এনসিবি আধিকারিকদের তরফে কিছু বলা না হলেও বৃহস্পতিবার টানা ২ ঘণ্টা জেরার পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিস থেকে বেরোন অনন্যা পাণ্ডে ও তাঁর বাবা চাঙ্কি পাণ্ডে।
প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে চাঙ্কি পান্ডের পরিবারের ঘনিষ্ঠতা সম্পর্কে ইন্ডাস্ট্রির অনেকেরই জানা। স্ত্রী গৌরী খানের বন্ধু চাঙ্কির স্ত্রী। সেই সূত্রে আরিয়ান খানের সঙ্গেও বেজায় ঘনিষ্ঠ বন্ধুত্ব অনন্যা পাণ্ডেরও। তারই কি মাশুল গুনতে হচ্ছে বলিউড নায়িকাকে? উঠছে প্রশ্ন!