কলকাতা ব্যুরো: প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশ পুলিশ। আগ্রায় যাওয়ার পথে এদিন লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অম্বেদকরনগরে লকআপে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এক ব্যক্তিকে। বুধবার আগ্রায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধা দেওয়া হয় প্রিয়াঙ্কাকে।
প্রথমে তাঁকে প্রায় ২ ঘণ্টা আটকে রাখা হয়। তারপর শেষমেশ প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, ১৪৪ ধারা জারি করা হয়েছে এলাকায়। যে সময় আটকে থাকার সময় প্রিয়াঙ্কা জানান, সরকারের স্ট্র্যাটেজি বুঝতে পারছি না, উত্তরপ্রদেশে কেন বারবার আমাকে আটকানো হচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে, মৃতের অন্ত্যোষ্টি শেষের আগে প্রিয়াঙ্কাকে আগ্রায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে দিতে চাইছে না উত্তরপ্রদেশ পুলিশ।

প্রিয়াঙ্কা গান্ধী ও উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লুকে আগরা যাওয়ার পথে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে আটকে রাখা হয় তাঁদের কনভয়। দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত প্রায় ২ ঘণ্টা কনভয় আটকে রাখা হয়। তারপরই গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কাকে। কংগ্রেস নেত্রীকে গ্রেফতারির প্রতিবাদে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখান কংগ্রেসকর্মীরা। প্রসঙ্গত যে সময় প্রিয়াঙ্কার কনভয় এক্সপ্রেসওয়েতে আটকে রাখা হয়েছিল সে সময় তাঁর সঙ্গে এসে কথা বলেন একাধিক কংগ্রেসকর্মীরা। সেই সময় দেখা যায় অনেক মহিলা পুলিশ এসে প্রিয়াঙ্কার সঙ্গে সেলফিও তুলছেন।
উল্লেখ্য, জগদীশপুরা পুলিশ স্টেশন থেকে ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগে অরুণ বাল্মিকী নামে আগ্রার এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু জিজ্ঞাসাবাদের কারণে পুলিশি হেফাজতে থাকাকালীন ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হয় অভিযুক্তের ৷ পরবর্তীতে মৃত্যু হয় তাঁর ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ বন্দিদশায় অভিযুক্তকে পিটিয়ে হত্য়া করা হয়েছে ৷ ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে অরুণ বাল্মিকীর পরিবার ৷

এদিন মৃত অরুণ বাল্মিকীর পরিবারের সদস্যদের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা ৷ মাঝপথে পুলিশ তাঁকে আটক করায় সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সোনিয়া-কন্যা। চলতি মাসের শুরুতে লখিমপুর খেরির ঘটনায় তাঁকে প্রথমে গৃহবন্দি এবং পরে গ্রেফতারির ঘটনা উঠে আসে স্বাভাবিকভাবেই।
এদিন উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রিয়াঙ্কা টুইটে লেখেন, অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে ৷ তাঁর পরিবার ন্যায়ের দাবিতে সরব হয়েছে ৷ আমি ওনার পরিবারের সঙ্গে দেখা করতে চাই ৷ উত্তরপ্রদেশ সরকারের এতে ভয় কীসের? কেন আমাকে আটকানো হচ্ছে ? আজ বাল্মিকী জয়ন্তী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা বুদ্ধকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু এখানে মহাত্মা বুদ্ধের সেই বার্তাই আক্রান্ত ৷”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিয়োয় এদিন পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে ৷