কলকাতা ব্যুরো: ফের ফেসবুক বিভ্রাট। আর তার জন্য যথারীতি ক্ষমা চাইলো কর্তৃপক্ষ ৷ শুক্রবার ২ ঘণ্টার জন্য বিশ্বজুড়ে ফেসবুক থমকে গিয়েছিলো। একই সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার। এবারও ভুল কনফিগারেশনের যুক্তি দিল মার্ক জুকেরবার্গের সংস্থা ৷ কোম্পানির তরফে জানানো হয়েছে এর ফলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং ওয়ার্কপ্লেসের ক্ষতি হয়েছে ৷
একটি বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত কয়েক ঘণ্টায় আমাদের অ্যাপগুলি ব্যবহার করতে পারেননি অনেকে ৷ তাঁদের কাছে আন্তরিক ক্ষমা চাইছি। আবার সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরছে। শুক্রবারের এই পরিষেবা ব্যাহত হওয়ায় বেশ কিছু গ্রাহক তাঁদের ইনস্টাগ্রামে ফোটো আপলোড করতে পারেননি ৷ ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠাতে সমস্যা হয়েছে অনেকের ৷
এ নিয়ে তড়িঘড়ি লোকজন টুইটারে মিম আর জোকস পোস্ট করতে থাকেন ৷ একজন টুইটার ব্যবহারকারী লেখেন, “মনে হচ্ছে ফেসবুক সপ্তাহে ৩ দিন কাজ করছে ৷ সোমবার আর শুক্রবার বন্ধ?” তবে ইনস্টাগ্রাম তাদের গ্রাহকদের ধৈর্য রাখা এবং “এই সপ্তাহের সব ক’টি মিমের” জন্য ধন্যবাদ জানিয়েছে ৷
গত সোমবার, ৪ অক্টোবর সোশ্যাল মিডিয়ার একচ্ছত্র অধিপতি ‘ভুলভাল কনফিগারেশন বদল’কে দায়ী করে ক্ষমা চেয়েছিলেন ৷ আর রবিবারের ৬ ঘণ্টার লাগাতার অচলাবস্থার জেরে দুনিয়া জুড়ে ৩৫০ কোটি ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া, হোয়্যাটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।