কলকাতা ব্যুরো: মুর্শিদাবাদে দুই কেন্দ্রেই জয়ী তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুরে জয়ী জাকির হোসেন। জয় এসেছে ৯২ হাজার ৪৮০ ভোটের ব্যবধানে ৷ ভবানীপুরে দলনেত্রীর ভোটের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন তিনি ৷ পাশাপাশি সামশেরগঞ্জে আমিরুল ইসলাম ২৬ হাজার ৩৭৯ ভোটের ব্যবধানে জয়ী হলেন ৷
জঙ্গিপুর কেন্দ্রে ১ লক্ষ ৩৬ হাজার ৪৪৪ ভোট পেয়েছেন জয়ী তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৷ এখানে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি ৷ তাদের প্রার্থী সুজিত দাসের প্রাপ্ত ভোট ৪৩ হাজার ৯৬৪৷ তৃতীয় স্থানে রয়েছেন আরএসপির জানেআলম মিঞাঁ প্রাপ্ত ভোট ৯ হাজার ৬৭ ৷ এখানে পোস্টাল ব্যালট নিয়ে গণনা হয়েছে মোট ২৭টি রাউন্ডে৷
পাশাপাশি সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৪১৭ ৷ এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস ৷ তাদের প্রার্থী জইদুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৩৮ ভোট ৷ এখানে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি৷ তাদের প্রার্থী মিলন ঘোষের প্রাপ্ত ভোট ১০ হাজার ৮০০ ভোট৷ সামশেরগঞ্জের সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রাপ্ত ৬ হাজার ১৫৮ ভোট৷ এখানে তৃণমূল জয়ী হয়েছে ২৬ হাজার ৩৭৯ ভোটের ব্যবধানে ৷ এখানে পোস্টাল ব্যালট নিয়ে গণনা হয়েছে মোট ২৪টি রাউন্ডে ৷