কলকাতা ব্যুরো: টানা বৃষ্টির জেরে ঝুমি নদীর জল বাড়তে থাকায় ঘাটালে ভেঙে পড়লো একটি দোতলা বাড়ি। চোখের সামনে গোটা বাড়িটাকে নদীগর্ভে যেতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ জানা গিয়েছে, ঘাটালের মনসুকা চড়কতলা এলাকায় জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা দোকান বাড়িটি। বাড়ির মালিকের নাম রতন মণ্ডল। ওই দোকান বাড়ির সঙ্গে রয়েছে একাধিক দোকান।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ঝুমি নদীর জল উপচে দোকান লাগোয়া রাস্তায় ঢুকে পড়ে আর তখনই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। যদিও সেই সময় বাড়ির ভিতর কেউ ছিল না, তাই প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে।
উল্লেখ্য, গত মাস দেড়েক ধরে যে ভাবে নাগাড়ে বৃষ্টি চলছে, তাতে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়েছে বারবার। নদীর জল বেড়েই চলেছে। সেই জলে প্লাবিত হচ্ছে এলাকা।