কলকাতা ব্যুরো: সিরিয়ায় মার্কিন সেনার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠন আল কায়দার এক শীর্ষ নেতার। মার্কিন প্রতিরক্ষা দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে এক সংবাদমাধ্যম একথা জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সিরিয়ার ইডলিব এলাকায় ড্রোনের মাধ্যমে এয়ার স্ট্রাইক চালায় মার্কিন সেনা। আর সেই হামলাতেই মারা যায় আল কায়দার অন্যতম শীর্ষনেতা সেলিম আবু আহমেদ।
জানা গিয়েছে, জঙ্গি সংগঠনটির হয়ে অর্থ জোগাড়, হামলার পরিকল্পনার দায়িত্বে ছিলেন এই জঙ্গি নেতা। মার্কিন প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, এই ড্রোন স্ট্রাইকে কোনও সাধারণ নাগরিক হতাহত হননি।
উল্লেখ্য, জঙ্গি সংগঠন আইএস এর শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি ও আল কায়দা জঙ্গিদের খতম করতে এই এলাকায় এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে মার্কিন সেনা। অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বরও ইরাক-সিরিয়া সীমান্তেও দুটি গাড়িতেও এয়ার স্ট্রাইকের মাধ্যমে হামলা চালানো হয়েছিল। ইরাকি জঙ্গিদের লক্ষ্য করে সম্ভবত মার্কিন সেনাই সেই হামলা চালিয়েছিল।