কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার সাতসকালে গুলির আওয়াজে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলা। দক্ষিণ কাশ্মীরের ওই জেলায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে জোর গুলির লড়াই ৷ পুলিশের গুলিতে ইতিমধ্যেই খতম হয়েছে এক জঙ্গি ৷ এলাকায় সার্চ অপারেশন জারি রয়েছে ৷
গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শোপিয়ান জেলার কাসু চিতরাগাম এলাকায় তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী ৷ জঙ্গিদের আস্তানার কাছাকাছি নিরাপত্তাবাহিনী পৌঁছাতেই বিকট শব্দে গোলাগুলি শুরু হয় ৷ জবাব দিতে থাকে নিরাপত্তাবাহিনীও ৷ জানা গিয়েছে, গুলি বিনিয়মের সময় এক জঙ্গিকে খতম করে পুলিশ ৷
তবে মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। ওই জঙ্গি কোনও সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কি না জানার চেষ্টা করছে পুলিশ ৷ এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে ৷