কলকাতা ব্যুরো: দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার মামলাকারীদের তরফে আদালতে অভিযোগ করা হয়েছে। রাজ্য তাদের অভিযোগ রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কোনওরকম গণবিজ্ঞপ্তি জারি করেনি ৷ এমনকি বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেওয়া আইনসঙ্গত নয় বলে অভিযোগ করেছেন মামলাকারীরা ৷
পাশাপাশি রেশন ডিলারদের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মাল পৌঁছে দেওয়াও সম্ভব নয় ৷ এমনকি পরিকাঠামো একটা বড় সমস্যা বলে মামলায় উল্লেখ করা হয়েছে ৷ আর সেই কারনেই রেশন ডিলারদের একাংশের তরফে এই মামলা করা হয়েছে ৷
মামলাকারী রেশন ডিলারদের অভিযোগ, গ্রাহকরা দোকানে এসে রেশন নেবেন, এটাই নিয়ম ৷ কিন্তু, বাড়িতে গিয়ে রেশন দেওয়ার জন্য যে বিপুল খরচ হবে, তা বহন করবে কে? এই বিপুল খরচ তাঁদের পক্ষে বহন করা সম্ভব নয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে ৷
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল তাদের ইস্তেহারে এই দুয়ারে রেশন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল ৷ ভোটে জিতে পরীক্ষামূলকভাবে এই দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার আর দূর দূরান্তে গিয়ে রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না ৷ ঘরে বসেই রেশন পাবেন সাধারণ মানুষ ৷ কিন্তু, রেশন ডিলাররা এখানেই বেঁকে বসেছেন ৷
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ক্ষুব্ধ রেশন ডিলারদের একাংশ মামলা দায়ের করেছে ৷ এদিনের মামলার শুনানিতে রেশন ডিলারদের তরফে বলা হয়, এর আগে দিল্লিতে এই ধরনের প্রচেষ্টা দিল্লি সরকার করেছিল ৷ ডিলারদের স্বার্থ ক্ষুন্ন করেই এই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে ৷
অন্যদিকে, সরকারি আইনজীবী জানিয়েছেন, ডিলাররা রাজ্যের নির্দেশ মেনে কাজ করতে বাধ্য ৷ পাশাপাশি পরিবহণ সহ অন্যান্য খরচ রাজ্য সরকার ডিলারদেরকে দিচ্ছে ৷ পাল্টা, ডিলারদের তরফে দাবি করা হয়েছে, তাঁরা যে পরিমাণ কমিশন পান, সেই কমিশনের ভিত্তিতে এই প্রকল্প তাঁদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় ৷ শুক্রবার ফের শুনানি রয়েছে এই মামলার ৷