কলকাতা ব্যুরো: কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ৷ তবে জঙ্গি গোষ্ঠীটি জানিয়েছে, মৃত ও আহত ব্যক্তির মোট সংখ্যা ১৬০৷ সেখানে এক ব্যক্তির ছবি দিয়ে জানানো হয়েছে সেই “আত্মঘাতী বিস্ফোরণ” ঘটিয়েছে ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর চত্বরের পরপর তিনটি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬০ জন আফগান নাগরিকের ৷ এছাড়াও ১২ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে ৷ আহত আরও ১৫, এমনটাই জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় সেনা বাহিনীর প্রধান কেনেথ এফ ম্যাকেঞ্জি জুনিয়র ৷
এদিকে ভয়াবহ দুর্ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা ক্ষমা করব না৷ আমরা ভুলব না ৷ আমরা তোমাদের খুঁজে বার করবো ৷ আর এর দাম তোমাদের দিতেই হবে ৷”