কলকাতা ব্যুরো: কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্ফোরণের তীব্র নিন্দা করল ভারত। বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণের সময় বহু মানুষ হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে অপেক্ষা করছিলেন ৷ আর কাছাকাছি ব্যারন হোটেলেও বহু মানুষ ছিলেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় কমপক্ষে ৭২ জন প্রাণ হারিয়েছেন ৷
এদিকে কাবুল বিমানবন্দরের বিস্ফোরণের ঘটনায় ভারতের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ঘটা বিস্ফোরণের তীব্র নিন্দা করছে ভারত ৷ যাঁরা এই সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷ আর যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্যও আমরা প্রার্থনা করছি ৷ আজকের এই আক্রমণ জোর দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে, সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের সব দেশকে এক হতে হবে। এমনকি তাদেরও, যারা জঙ্গিদের আশ্রয় দিয়েছে ৷
ইতিমধ্যে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। সাফ জানিয়েছেন, জঙ্গিদের খুঁজে বের করা হবে। কোনওভাবেই রেয়াত করা হবে না।