কলকাতা ব্যুরো: কাবুলের হামিদ কারজাই বিমান বন্দরের বাইরে পূর্ব গেটে বিস্ফোরণ। সঙ্গে গুলিও চলেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। জানা গিয়েছে, আত্মঘাতী হামলার জেরে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই শুরু হয় গুলির লড়াইও। আমেরিকান সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সূত্রে খবর, বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও থাকতে পারে। তিন মার্কিন সেনা আধিকারিক সহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
অন্যদিকে, কাবুলের বিমানবন্দর থেকে ইতালির সামরিক বিমান উড়ান নেওয়ার পরেই গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ইতালির প্রতিরক্ষামন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। খবর সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এর কিছুক্ষণের মধ্যেই জানানো হয় আফগান বাহিনী ভিড় হঠাতে গুলি চালিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটারে এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বিস্ফোরণ ঘটেছে।
তবে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনায় কমপক্ষে তিন জন মার্কিন সেনা আহত হয়েছে। কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। অন্যদিকে একটি হোটেলের বাইরেও আর একটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও বিমানবন্দরের বাইরে দুটি বিস্ফোরণের ব্যাপারে নিশ্চিত করেছে। তবে এই ঘটনায় তুরস্কের বাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।