কলকাতা ব্যুরো: আসানসোলের বিশিষ্ট চিত্রশিল্পী তথা আসানসোল রত্ন সত্যেন গাঙ্গুলী প্রয়াত। শনিবার ভোরে আপকার গার্ডেন্সে নিজের আবাসনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৮৮ বছর।

কলকাতা গভমেন্ট কলেজ থেকে ১৯৫৮ সালে ভারতীয় চিত্রকলা বিভাগে স্নাতক হন। তিনি ছিলেন শিল্পী ধীরেন ব্রম্বের ছাত্র। ষাটের দশকে সত্যেনবাবু ইস্কোর সেফটি বিভাগের শিল্পী পদে যোগ দেন। বার্নপুর ভারতী ভবনের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। ছিলেন ভারতী ভবনের ঐতিহ্যমন্ডিত বঙ্গ সংস্কৃতি উৎসবের অন্যতম রূপকার। বঙ্গ সংস্কৃতি উৎসবের স্মরণিকার প্রচ্ছদ ও উৎসব সজ্জায় তাঁর শিল্প নৈপুন্যতা আজও শিল্পাঞ্চলের শিল্প মহলে যথেষ্ট সমাদৃত। আসানসোল নগর নিগম চিত্রশিল্পী সত্যেন গাঙ্গুলীকে আসানসোল রত্ন সন্মানে সম্মানিত করে।
সত্যেন গাঙ্গুলি ভাষা শহীদ স্মারক সমিতি সহ শিল্পাঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বিদ্যাসগরের দ্বিশত জন্ম শতবর্ষে আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগে বীরসিংহে মাটি নিয়ে কারমাটা পূনঃভূমি যাত্রায় তিনি অগ্রনী ভূমিকা পালন করেছিলেন।আসানসোলে বিদ্যাসাগর আর্ট গ্যালারী নির্মানে তিনি ছিলেন অন্যতম পথ প্রদর্শক।