কলকাতা ব্যুরো: দ্বিতীয় দফার লক ডাউন বিধি নিষেধ শুরুর আগেই রাজ্যে করোনা সংক্রমণ কমতে থাকায় ছাড় দেওয়া শুরু হলো দোকান, বাজার খোলা রাখার ক্ষেত্রে। এখন থেকে বেলা সাত টা থেকে ১০ টা পর্যন্ত যে সাধারণ মুদিখানার দোকানপাট খোলা থাকতো তা আবার ১২ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত খোলা রাখা যাবে। সোমবার নবান্নে একথা জানানো হয়েছে।
মূলত মাত্র তিন ঘন্টা নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার দোকান খোলা থাকলে সেই সময় ভিড় বাড়ছে। ফলে আর কিছু সময় বাড়তি খোলা রাখার সুযোগ দেওয়ার আবেদন করা হয়েছিল বিভিন্ন সংগঠনের তরফ থেকে। একইসঙ্গে বইয়ের দোকানের তরফেও দুপুরে অন্তত তিন ঘন্টা তাদের ব্যবসা করার সুযোগ দেওয়ার আবেদন করা হয়েছিল সরকারের কাছে।
দুটি আবেদনই গৃহীত করে সরকার জানিয়ে দিয়েছে, কলেজ স্ট্রিট সহ অন্যান্য যে কোন বইয়ের দোকান বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা রাখা যাবে।
বিভিন্ন মহল থেকে অনুরোধ আসায় রাজ্য সরকার খুচরো ব্যবসার সঙ্গেই তথ্যপ্রযুক্তি সংস্থা এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে বিধিনিষেধে আংশিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেছেন, খুচরো ব্যবসার ক্ষেত্রে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
এছাড়াও দশ শতাংশ কর্মী নিয়ে তথ্যপ্রযুক্তি সংস্থা চালানো যাবে বলে তিনি জানিয়েছেন। কর্মীদের টিকাকরণের কাজ সম্পূর্ণ করলে যে কোন নির্মাণ সংস্থা সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে তাদের কাজ চালিয়ে যেতে পারবেন।
সোমবার সংক্রমণ গত ২৪ ঘন্টায় ১০ হাজারের একটু বেশি। মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এই অবস্থায় বাজার বেশি সময় খোলা রাখার সুযোগ দিলে নাগরিক মহলের বক্তব্য, কিছু মানুষের অভ্যাস, যতক্ষণ বাজার খোলা ততক্ষনে সেখানে ঘুরঘুর করা। ফলে পুলিশ, ব্যবসায়ী সংগঠন গুলিকে সেদিকেও নজর রাখার জন্য বার্তা দিচ্ছেন নাগরিকরা। না হলে আবার ভয়ঙ্কর করোনা ঢেউ এর মুখোমুখি হওয়ার আশংকা করছেন তাঁরা।