কলকাতা ব্যুরো: যশের দাপটে উত্তর ২৪ পরগনায় সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়েছে। হিঙ্গলগঞ্জ ব্লক এর গৌড়েশ্বর, রায়মঙ্গল, গোমতী নদীর বাঁধ ভেঙে বিভিন্ন জায়গায় জল ঢুকছে। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এবং মামুদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে বয়ে যাওয়া গৌড়েশ্বর নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। কোথাও বাঁধের উপর দিয়ে উপচে পড়ছে জল। আবার কোথাও বাধ বরাবর জল ফুসছে। সাধারণ মানুষ ঘর ছেড়ে এখন সেই বাঁধের উপরে দাড়িয়ে উৎকণ্ঠায় ভুগছেন।
বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালি ১ ও ২ ব্লক সহ একাধিক ব্লক প্লাবিত হয়েছে। কোথাও নদী বাঁধে ফাটল, কোথাও নদী বাঁধ উপছে গ্রামে ঢুকছে জল। সকালে পরিস্থিতি খারাপ হতে থাকায় বহু বাসিন্দা বাড়ি ছাড়তে শুরু করেছেন।
সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হাটগাছা, শীতুলিয়ায় রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে ও জল উপচে প্লাবিত হয়েছে গ্রাম। অন্যদিকে গৌড়েশ্বর নদীর তীরে কোথাও বাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ উপচে গ্রামে জল ঢুকছে। পাশাপাশি মিনাখাঁর মালঞ্চ ও চৈতল একই অবস্থা বিদ্যাধরী নদীতে।
কালীনগর মসজিদ বাড়ি নদীর বাঁধের উপর দিয়ে প্রায় দুই ফুট জল ওভার ফ্লো হয় ঢুকছে, এবং বাঁধে বহু বড় বড় ফুটো হয়েছে। সেখান থেকে গ্রামে জল ঢুকছে। কোথাও গ্রামবাসীরা সেই বাঁধ মেরামত করতে নিজেরাই হাত লাগিয়েছেন, আবার কোথাও সেচ দফতরের কর্মীরা এসে বাঁধের হাল দেখছেন। কিন্তু সাময়িক বৃষ্টি কিছুটা কমলেও, একটানা ঝড়ো বাতাসে পরিস্থিতি কাজ করার অবস্থায় নেই বলে জানাচ্ছেন গ্রামবাসীরাই।