কলকাতা ব্যুরো: শনিবার সকালে কোভিডে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আসানসোল শিল্পাঞ্চলের প্রবীন ভাস্কর আসানসোল শিল্পাঞ্চলের শিশির চট্টরাজ । মৃত্যূকালে তার বয়স হয়ে ছিল একানব্বই বছর । তার মৃত্যূতে শিল্পাঞ্চলে গভীর শোকের ছায়া নেমে আসে । প্রবীন চিত্রকর আসানসোল রত্ন সত্যেন গাঙ্গুলী বলেন –আমি দীর্ঘ দিনের বন্ধুকে হারালাম ।শিশির ভেজা আসানসোল শিল্পাঞ্চলের সাংস্কৃতিক জগতে আজ গভীর শূন্যতা ।মোমের শিল্পী সুশান্ত রায় বলেন – শিশিরদা ছিলেন আসানসোল শিল্পাঞ্চলের সাংস্কৃতিক জগতের অবিভাবক ।ভাস্কর সন্দীপ দত্ত বলেন – দোলের সময় শিশির চট্টরাজের তথ্যচিত্রের জন্য আমার এক চিত্রসাংবাদিক বন্ধুর সঙ্গে উনার বাড়ী আমি গিয়ে ছিলাম । তথ্যচিত্র এখনো অসম্পূর্ন । তার আগেই উনি চলে গেলেন ।
পরাধীন ভারতের বীরভূম জেলার খয়রসোল থানার পেরুয়া গ্রামে তার জন্ম । শৈশবে পাড়ার সুত্রধর পাড়া থেকেই তার শিল্প চেতনা । শিক্ষকতার পাশাপাশি ছবি আঁকা ও কাঠের খোদাইয়ে তিনি ছিলেন যথেষ্ট পারদর্শী । প্রখ্যাত শিল্পী যামিনী গাঙ্গুলীর ভাই কোলকাতা আর্ট কলেজের শিক্ষক শিল্পী ভগবানদাস গাঙ্গুলী ছিলেন তার প্রথম গুরু । তার তৈরী কাঠের ভাস্কর্য্য গড়ুর পাখী,আদিবাসী জীবন ও টেরেকোটার আঙ্গিকে পৌরানিক ঘটনাবলী আজো শিল্প রসিক মহলে যথেষ্ট সমাদৃত ।