মৈনাক শর্মা
অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে শুরু হল ৫ জি সেলুলার ইন্টারনেট পরিষেবার প্রস্তুতি। সম্প্রতি টেলিকম মন্ত্রকের তরফে ভারতীয় কোম্পানি গুলিকে সবুজ সঙ্কেত দেওয়া হয় পঞ্চম প্রজন্ম র সেলুলার পরিষেবার। পঞ্চম প্রজন্ম বা ফাইভ জি আগের ফোর জি র তুলনায় প্রায় ২০ গুন বেশি দ্রুত ইন্টারনেট পরিসেবা দিতে সক্ষম । ৫ জি সেকট্রাম এখনই নিলাম নয়। টেলিকম কোম্পানি গুলিকে আপাতত কিছুদিন বিনামূল্যে দেওয়া হয় স্পেকট্রাম গুলী । ২ মাসের মধ্যে সরঞ্জাম যোগাড় করে নিয়ে মোট ৬ মাসের জন্যে পর্যবেক্ষণের পরই সবার জন্যে চালু হতে পারে এই পরিষবা জানায় টেলিকম মন্ত্রক।
৫ জির সরঞ্জাম যেমন রাউটার, টাওয়ার ইত্যাদির জন্য Airtel, vodafone idea ও Bsnl টেলিকম অপারেটর কোম্পানী গুলী চুক্তি করেছে নোকিয়া, এরিকসন, দক্ষিণ কোরিয়ার samsung এর সাথে। চুক্তির তালিকায় নেই Reliance। কারণ ৫ জিতে নিজের তৈরি সরঞ্জাম ব্যবহার করতে চাই Relience jio।কিন্তু এই সব কিছুর মধ্যে বিশেষ দৃষ্টি আকর্ষন করে চিন। কারণ বয়কট চায়না স্লোগান কে বাস্তবে রূপ দিতে ৫ জি ইন্টারনেট পরিসেবা য় সম্পুর্ণ বাদ পরে চিনা উপকরণ।
গলওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষের ঘটনা কেটে যাওয়ার এক বছর পরেও সীমায় এখনও সম্পুর্ণ সরেনি চিনা সেনা। যার ফলে বার বার প্রশ্নের মুখে থাকছিল ভারত চিন সম্পর্ক। তাই বর্তমান অবস্থা কে মাথায় রেখেই এই সিদ্বান্ত দিল্লির। তাছাড়া ৫ জি প্রযুক্তি তে চিনা পণ্যের ব্যাবহার করা কতটা সুরক্ষিত হবে। সে বিষয়েও থাকছে প্রশ্ন। কারণ ঠিক একই কারণে একাধিক চিনা টেলিকম কোম্পানি গুলির পণ্য নিষিদ্ধ করে আমেরিকার ট্রাম্প প্রশাসন ।
৫ জি তে চিন বয়কট , দিল্লির সিধান্ত কে সমর্থন করে ওয়াশিংটন। টেলিকম বিশ্লেষকদের মতে চীনের সস্তা সরঞ্জামের পরিবর্তে বেশি দামি দক্ষিণ কোরিয়ার ৫ জি প্রযুক্তির পণ্য কেনার ফলে ভারতে বাড়বে ৫ জি পরিষেবার দাম। তাই আপাতত বয়কট চিন কাজ করলেও ভবিষ্যতের জন্যে রাখতে হবে বিকল্প। আর সেই বিকল্প হতে পারে Reliance