ছবি মনোজ শর্মা
কলকাতা ব্যুরো: বুধবার বারাবনি ব্লকের নুনি মোড় সংলগ্ন ভারতীয় জনতা পাটির মূখ্য কার্যালয়ে তৃণমূল ছেঁড়ে বিজেপিতে যোগ দিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা প্রাক্তন মহিলা তৃণমূল সভানেত্রী যমুনা সমাদ্দার ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য ঝুমকি নায়েক।
এদিন নুনি মোড়ের বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি প্রার্থী অরিজিৎ রায় সাধারণ মানুষের কাছে বার্তা দেন, সবাই লাইন দিয়ে তৃণমূল ছেঁড়ে বিজেপি দলে যোগদান করতে চাইছে তৃণমূলের নেতারা। মানুষ ভরসা হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসের উপর।তার প্রমান আমি পেয়েছি প্রতি মুহূর্তে যেভাবে নির্বাচনী প্রচারে আমাকে ও আমাদের দলের কর্মীদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে,দিকে দিকে আমার পোস্টার,ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।
এই প্রসঙ্গে সদ্য বিজেপিতে যুক্ত সদস্য যমুনা সম্মাদার বলেন তৃণমূল কংগ্রেস দলে কোনো ধরনের গণতন্ত্র নেই,এটা সন্ত্রাস বাদী দলে পরিণত হয়েছে।যেখানে নিজের মনের কথা বা সাধারণ মানুষের জন্য কিছু কাজ করা হয়েছে মুশকিল।
তাছাড়া এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শিবরাম বর্মন,জেলা সহ সভাপতি প্রশান্ত চক্রবর্তী,কনভেনার অতনু চক্রবর্তী,বারাবনি মন্ডল-৪ এর সভাপতি গোপাল রায়,বিজেপি নেতা শুভাশিস ভট্টাচার্য,মনোজ তিওয়ারি,মবিন খান সহ আরো অনেকে।