কলকাতা ব্যুরো: বিয়ে উপলক্ষে রক্তদান। রক্তের চাহিদা মেটাতে একেবারে অভিনব উদ্যোগ।
রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও শর্মিলা ঘোষ এর পুত্র কাব্য ঘোষ (২৯)এর সাথে মেদিনীপুর নিবাসী সৃজা অধিকারী (২৮) এর বিয়ে হয় গত ৮ মার্চ, আন্তর্জাতিক মহিলা দিবসে। সেই উপলক্ষে ১০ মার্চ, মঙ্গলবার বিধাননগরে অবস্থিত সুষমা গেস্ট হাউসে রক্তদান, মরণোত্তর চক্ষুদান ও দেহদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
৫ জন মহিলা সহ মোট ২১ জন রক্তদান করেছেন।
কাব্য ঘোষ সহ পরিবারের সদস্যরা,
হুগলি চূচঁড়ো বই মেলা কমিটির সম্পাদক গোপাল চাকি এবং রক্তদান আন্দোলনের সাথে যুক্ত স্বেচ্ছাসেবী নেতৃত্ব অসীম সরকার, রবিশংকর কুন্ডু, নন্দিতা ঘোষ, সন্দীপ মজুমদার, বাপ্পা সরকার,শিখা দাস ও অনান্য রক্তবন্ধুরা রক্তদান করেছেন।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছেন।
শিবির উদ্বোধন করেছেন অপূর্ব ঘোষ (মহাসচিব Federation of Blood Donor Organisations of India)। উপস্থিত ছিলেন দুর্গাপুর ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু, আসানসোল ব্লাড সেন্টারের ইনচার্জ সঞ্জিত চ্যাটার্জি।বিধায়ক সন্তোষ দেব রায়,বিজ্ঞান সংগঠক কল্লোল ঘোষ ও শ্রীকান্ত চট্টোপাধ্যায়, বিশিষ্ট রাজনৈতিক সুদেব রায়,তরুন রায়,চন্দ্রশেখর ব্যানার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।
কাব্য ঘোষ ও তার স্ত্রী সৃজা সহ মোট
১২ জন গণদর্পনের ফর্মে এবং ১২ জন ব্লাইন্ড রিলিফ সোসাইটির মরণোত্তর চক্ষুদান এর ফর্মে সই করেছেন।সকল রক্তদাতা বন্ধুদের শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক কবি ঘোষ।সমস্ত প্রোগ্রামে উপস্থিত ব্যক্তিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে রাজেশ পালিত ও সুব্রত সিংহ