কলকাতা ব্যুরো : আজ আইইডি বিস্ফোরণে ঝাড়খণ্ডে শহিদ হলেন তিন জওয়ান। জানা গেছে,আহত জওয়ানদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান রয়েছেন বলে জানানো হয়েছে। বাকিরা জাগুয়ার বাহিনীর। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল পৌনে ন’টা নাগাদ পশ্চিম সিংভূমের হোয়াহাতু গ্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। গুরুতর আহতও হয় দুই জন জওয়ান। জানা গেছে, মাওবাদী দমনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই জ্যাগুয়ার বাহিনী।
সেই বাহিনী এবং রাজ্য পুলিশের বিশেষ দলের চাইবাসায় তল্লাশি অভিযানের সময় এই বিস্ফোরণ ঘটে। রাজ্যের ডিজি নীরজ সিনহা বলেছেন, ‘বুধবার মধ্যরাত থেকেই তলাশি অভিযান চলছে। সেই অভিযানে অংশ নিতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছিল। শহিদ তিন জন সেই বাহিনীর অংশ ছিলেন।‘ বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে মাওবাদীরাই এই ঘটনাটি ঘটিয়েছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনী ও সিআরপিএফ–এর তরফে যৌথ অভিযান শুরু হয়েছে। গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।