কলকাতা ব্যুরো: রাজ্যে রাজ্যে নতুন করে করোনা বাড়তে থাকায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত এ রাজ্যে সব নাগরিককে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা থেকে ২৭ ফেব্রুয়ারি রাত ১২ টার পর যে সমস্ত যাত্রী বিমানে এ রাজ্যে আসবেন, তাদের আগাম করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ দিল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। বুধবার স্বরাষ্ট্রসচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই চার রাজ্য থেকে এরাজ্যে আসার আগে ৭২ ঘন্টার মধ্যে সব যাত্রীকে আর টি পি সি আর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হাতে নিয়ে তবেই কলকাতায় বিমানবন্দরে নামতে হবে। ফলে নতুন করে করোনা যাতে আগের চেহারা না নেয়, সেজন্য এবার কিছুটা আগেই রাজ্য সতর্ক হলো বলে মনে করছেন চিকিৎসকরা।
যদিও মহারাষ্ট্র, কেরালা, গুজরাত, তামিলনাড়ু সহ আট রাজ্যে নতুন করে করোনা বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে গোটা দেশেই। এরই মধ্যে এ রাজ্যে বিধানসভা ভোটের জন্য রোজই মিছিল মিটিং চলছে। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র অনুযায়ী, যাবতীয় সিনেমা হল, শপিং মল থেকে শুরু করে যেকোনো জমায়েতে আগের মতই বেড়ে গিয়েছে। শুধুমাত্র এরাজ্যে স্কুল কলেজ খোলার ক্ষেত্রে কিছুটা বিধি নিষেধ বজায় রেখেছে রাজ্য সরকার।

কিন্তু যে ভাবে নতুন করে করোনা বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে, তাতে আরো বেশি কঠোরতা এখন থেকেই নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তারা উদাহরণ টানছেন মহারাষ্ট্রের। সেখানে বহু শহরে রাতে কারফিউ জারি করা হয়েছে। মাস্ক না পড়লে মোটা টাকা জরিমানা করা হচ্ছে। এমনিভাবে এ রাজ্যেও বড় শহরগুলোতে করোনা বিধি মানার বিষয়টি দেখার জন্য বিশেষজ্ঞরা রাজ্যকে অনুরোধ জানাচ্ছেন।