কলকাতা ব্যুরো- মাদক মামলায় গেরুয়া শিবিরের নেতা রাকেশ সিংকে জারি কলকাতা পুলিশের সমনে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। যা গেরুয়া শিবিরের নেতার কাছে একটি বড় ধাক্কা হতে চলেছে বলে মনে করেছেন আইনজ্ঞরা। সোমবার তথা গতকাল মাদক মামলায় রাকেশ সিংকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে। সাক্ষী হিসাবে তাকে হাজিরা দিতে বলা হয়। মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ তাকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু মঙ্গলবার তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে এইদিন সকালে মেলে জানিয়ে দিয়েছিলেন গেরুয়া শিবিরের নেতা। এর পর কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ করে আদালতে যান তিনি।
এইদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন, মামলার এই পর্যায়ে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন রয়েছে বলে মনে হয়না। তাই পুলিশের নোটিশ খারিজ করার কোনও প্রশ্নই নেই। অন্যদিকে রাকেশের আইনজীবী জানিয়েছেন, গেরুয়া শিবিরে যোগদানের পরের থেকেই রাকেশের বিরুদ্ধে প্রতিহিংসা বশত ২৭ টি মামলা করে হয়েছিল। পাল্টা সরকারি আইনজীবী জানান, রাকেশের বিপক্ষে অপরাধের অভিযোগ নতুন নয়। গেরুয়া শিবিরে যোগদানের আগেও তার বিরুদ্ধে ৫৬ টি মামলা ছিল। আদালতের রায় যখন বেড়িয়েছিল ততক্ষণে রাকেশ সিং এর বাড়ি চলে গিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু সার্চ ওয়ারেন্ট ছাড়া পুলিশ আধিকারিকদের ঢুকতে দেননি বাড়ির লোকেরা। অন্যদিকে দরজা ভাঙার আয়োজন করেছে কলকাতা পুলিশ।