কলকাতা ব্যুরো: জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড, নানান সংস্থার বর্ণাঢ্য ট্যাবলোর শোভাযাত্রা, দেশাত্ববোধক সংগীত -নৃত্য ও লোক সংস্কৃতি পরিবেশনের মধ্য দিয়ে আসানসোল পোলো ময়দানে সাড়ম্বরে পালিত হলো ৭২ তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে জাতীয় পতাকা উত্তলোন করে জেলাশাসক পূর্নেন্দু মাজি। নাগরিকদের মধ্য জাতীয়তা বোধকে আরো বেশী জাগরিত করার অহ্বান জানান । লোকশিল্পীদের রণপা ও পুরুলিয়ার ছৌ নৃত্য পরিবেশন ৭২ তম প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানের ছিল মুল আকর্ষন ।
ছবি – গৌর শর্মা
Previous Articleসীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাল লাল ফৌজ
Next Article পাণ্ডবেশ্বরে জিতেন্দ্রর জমি উদ্ধারের আন্দোলন
Related Posts
Add A Comment