কলকাতা ব্যুরোঃ একজন জেলাশাসকের উচিৎ কেন্দ্র ও রাজ্যর দেওয়া কোভিড বিধি নিয়ে সকলকে সচেতন করা। কিন্তু পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ঘাটাল শিশু মেলা করার অনুমতি দিতে গিয়ে তেমন কিছু করেছেন কি না, টা স্পষ্ট নয় হাইকোর্টের কাছে। তাই এ ব্যাপারে তার উদ্যোগ ও অবস্থান কী তা জানতে চাইল কোর্ট।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে প্রতিবছর শিশু মেলা পালিত হয়। মেলা উপলক্ষে প্রচুর লোক সমাগম হয়। এই মেলা এবছর হলে কোভিড পরিস্থিতি আরো ভয়ংকর হবে, এই অভিযোগ এনে আদালতের দারস্থ হন দীবাকর সী সহ তিন মেলা কমিটি সদস্য। তাদের বক্তব্য, কোভিড পরিস্থিতি দেখে রাজ্য আদালতে হলফনামা দাখিল করে পুরভোট বন্ধ রেখেছে। তাহলে কিভাবে মেলায় অনুমতি দিচ্ছে? তারা চান মেলায় অংশগ্রহণকারী শিশুরাই শুধু আসুক। বাকি কেউ যেন প্রবেশ না করতে পারেন।
মেলার অন্যতম উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের শংকর দলুইএর আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, সব বিধি মেনেই মেলা হচ্ছে। রাজ্য জানায়, ১৬ জানুয়ারি উদ্বোধন। মাত্র চারদিন বাকি মেলার। এখন মেলা বন্ধ হলে প্রভুত ক্ষতি হবে। প্রধান বিচারপতি বলেন, জেলাশাসক জেলার সব দায়িত্বে থাকেন। তার নির্দেশ পুলিশ পালন করেন। এক্ষেত্রে তিনি মেলা কর্তৃপক্ষকে কি কোনো নির্দেশ দিয়েছেন? জেলাশাসক কি গাইডলাইন দিয়েছেন তা জানাতে নির্দেশ
দেওয়া হয়েছে। বুধবার এই রিপোর্ট পাওয়ার পর আদালত মেলা নিয়ে তার বক্তব্য জানাবে।
Previous Articleধামসা মাদল আর সাওতালি সংগীতের ছন্দে সহরাই উৎসব
Next Article দীর্ঘ চার দিন বন্ধ থাকতে চলেছে শিয়ালদহ উড়ালপুল
Related Posts
Add A Comment